শূন্যতা
শূন্যতা বি. শূন্য [ śūnya ] বি.
1 এই চিহ্ন (পরীক্ষায় শূন্য পাওয়া);
2 রিক্ততাসূচক বা অনস্তিত্বসূচক চিহ্ন;
3 আকাশ (‘অগ্নি যেথা বায়ু হয়ে শূন্যে মিশে যায়’: বুদ্ধ; অসীম শূন্য);
4 অভাব।
☐ বিণ.
1 রিক্ত; বর্জিত, বিরহিত (জনশূন্য);
2 খালি, ফাঁকা (‘শূন্য এ বুকে পাখে মোর আয়’: নজরুল; ‘আমার ভুবন শূন্য করেছি পুরাতে তোমার আশ’: রবীন্দ্র; শূন্য খাঁচা);
3 উদাস (শূন্য হৃদয়)।
[সং. √ শূন্ + য]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...