শুখা

শুখা, (কথ্য) শুখো [ śukhā, (kathya) śukhō ] বিণ. 1 শুষ্ক, নীরস (শুখা ফল); 2 খোরপোষ-বর্জিত (শুখা মাইনের কাজ)।

☐ বি. 1 অনাবৃষ্টি; 2 যে-রোগে শিশু ক্রমেই শুকোতে থাকে; 3 চুন-মাখানো শুকনো তামাক-পাতা, খইনি।

☐ ক্রি. শুষ্ক হওয়া, শুকনো (‘একে একে শুখাইছে ফল এবে’: মধু.)।

[সং. শুষ্ক]।

শুখারুখা বিণ. শুষ্ক ও নীরস।

শুখারুখার সময় গরমের দিন, গ্রীষ্মকাল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...