শাল
শাল1 [ śāla1 ] বি. 1 বৃহত্ শূল (শালে চড়ানো); 2 শেল; 3 (আল.) মর্মান্তিক কষ্ট বা দুঃখ (‘হৃদয়ে রহিল শাল’: ক. ক.)।
[সং. শল্য]।
শাল2 [ śāla2 ] বি. 1 গৃহ (ঘোড়াশাল, হাতিশাল); 2 কারখানা (কামারশাল)।
[সং. শালা]।
শাল3 [ śāla3 ] বি. শীত নিবারণের জন্য ব্যবহৃত (সচ. পশমের) চাদরবিশেষ।
[ফা. শাল]।
শালওয়ালা বি. শালবিক্রেতা।
শালকর বি. 1 শালবিক্রেতা; 2 যে শাল মেরামত করে বা ধোয়।
শাল4 [ śāla4 ] বি. 1 বড়ো গাছবিশেষ বা তার কাঠ; 2 শোলজাতীয় বড়ো মাছবিশেষ।
[সং. √ শাল্ + অ]।
শালতি বি. শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোটো কিন্তু দ্রুতগামী নৌকাবিশেষ।
শালনির্যাস বি. ধুনো।
শালপাতা বি. (সাধারণত পাত্র হিসাবে ব্যবহৃত শালগাছের বড়ো পাতা)।
শালপ্রাংশু বিণ. (দেহ বা অঙ্গ সম্বন্ধে) শালগাছের মতো দীর্ঘাকার।
শালবন বি. যে বনে প্রচুর শালগাছ আছে।
শালের কোঁড়া শালগাছের তেজি চারা।