শঙ্কা

শঙ্কা [ śaṅkā ] বি.
১. ভয়, আশঙ্কা;
২. সংশয়।

[সং. √ শঙ্ক্ + অ + আ]।

̃শঙ্কাহর, শঙ্কাহরণ বিণ. শঙ্কাদূরকারী।

স্ত্রী. শঙ্কাহরা।

শঙ্কাহীন বিণ. নির্ভীক, ভয়হীন।

শঙ্কিত বিণ. শঙ্কাপ্রাপ্ত, শঙ্কাযুক্ত, ভীত।

স্ত্রী. শঙ্কিতা।

শঙ্কিল বিণ. শঙ্কাপূর্ণ বা বিপজ্জনক (‘শঙ্কিল পঙ্কিল বাট’: গো. দা.; ‘মরণ শঙ্কিল পথে’: রবীন্দ্র)।

শঙ্কী (-ঙ্কিন্) বিণ. (সমাসের উত্তরপদে) শঙ্কাযুক্ত (পাপশঙ্কী, অমঙ্গলশঙ্কী)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post