লুঠা

লুটা, লুঠা, লোটা [ luṭā, luṭhā, lōṭā ] ক্রি বি.
1 লুট করা;
2 অন্যায়ভাবে আত্মসাত্ করা (জনসাধারণের টাকা লুটে নেওয়া);
3 প্রচুর পরিমাণে উপভোগ করা (মজা লোটা);
4 গড়াগড়ি দেওয়া, লুণ্ঠিত হওয়া (ধুলায় লোটা)।

☐ বিণ. উক্ত সব অর্থে।

[সং. √ লুঠ্ > লুণ্ঠ্ + বাং. আ]।

লুটানো, লুঠানো, লোটানো ক্রি. বি. 1 লুঠ করানো; 2 গড়াগড়ি দেওয়া বা দেওয়ানো।

☐ বিণ. উক্ত অর্থে।

লুটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে লুঠ করে, সম্পূর্ণ আত্মসাত্ করে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post