লীলা

লীলা [ līlā ] বি.
1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া;
2 হাবভাব (লীলায়িত, সলীল);
3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি;
4 দেবতার খেলা (রাসলীলা);
5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা);
6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ (‘কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা’)।

[সং. লী + √ লা + অ + আ]।

লীলাকমল, লীলাপদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম।

লীলাকানন বি. প্রমোদ-উদ্যান।

লীলাক্ষেত্র, লীলাভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)।

লীলাখেলা বি.
1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য;
2 ক্রীড়া-কৌতুক।

লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. কার্যকলাপ শেষ হওয়া।

লীলাচঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ।

লীলাবতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত।

☐ বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ।

লীলাময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)।

স্ত্রী. লীলাময়ী।

লীলায়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত।

স্ত্রী. লীলায়িতা।

লীলাস্মিত বি. মধুর বা নির্মল হাসি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...