লক্ষ

লক্ষ1 [ lakṣa1 ] বি. একশত সহস্র সংখ্যা, 100,000 সংখ্যা।

☐ বিণ.
1 শতসহস্র-সংখ্যক
2 বহু, অসংখ্য (লক্ষবার তাকে বারণ করেছি)।

[সং. √ লক্ষ্ + অ]।

লক্ষপতি বি.
1 লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক;
2 ধনবান ব্যক্তি।

লক্ষ লক্ষ বিণ. অসংখ্য।

লক্ষ2 [ lakṣa2 ] ক্রি. দেখা (ব্যাপারটা ভালো করে লক্ষ করো)।

[সং. √ লক্ষ্ + অ]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...