রৌদ্র

রৌদ্র [ raudra ] বি.
১. রোদ, সূর্যের কিরণ বা আলো বা তাপ;
২. (অল.) কাব্যের রসবিশেষ।

☐ বিণ. ১. রুদ্রসম্বন্ধীয়; ২. প্রচণ্ড, ভয়ানক (রৌদ্রতেজ)।

[সং. রুদ্র + অ]।

রৌদ্রদগ্ধ বিণ. সূর্যতাপে ঝলসিত।

রৌদ্রপক্ক বিণ. সূর্যতাপে সিদ্ধ।

রৌদ্ধ সেবন করা ক্রি. বি. দেহে সূর্যালোক লাগানো।

রৌদ্রস্নাত বিণ. দেহে বা সর্বাঙ্গে রোদ লাগানো হয়েছে এমন।

রৌদ্রস্নান বি. সর্বাঙ্গে রোদ লাগানোর চিকিত্সাবিশেষ, sun-bath.

রৌদ্রোজ্জ্বল বিণ. সূর্যকিরণে উদ্ভাসিত বা ঝলমলে (রৌদ্রোজ্জ্বল দিন)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post