রিক্ত

রিক্ত [ rikta ] বিণ.
১. শূন্য, খালি (রিক্তহাতে, রিক্তহৃদয়);
২. নিঃসম্বল, নিঃস্ব (‘রিক্ত যারা সর্বহারা’: রবীন্দ্র)।

[সং. রিক্ত রিচ্ + ত]।

বি. রিক্ততা।

রিক্তা বিণ. রিক্ত -র স্ত্রীলিঙ্গে।

☐ বি. (জ্যোতিষ.) চতুর্থী নবমী ও চতুর্দশী তিথি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...