রহিত

রহিত [ rahita ] বিণ.
১. বর্জিত, পরিত্যক্ত, বিহীন (বিবেকরহিত, জনমানবরহিত);
২. বাতিল, রদ, প্রত্যাহৃত (আইন রহিত করা);
৩. নিবৃত্ত, বন্ধ (যাওয়া-আসা রহিত করা);
৪. প্রতিহত (আক্রমণ রহিত করা)।

[সং. √ রহ্ + ত]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post