রথ

রথ [ ratha ] বি.
১. সচ. ঘোড়ায়-টানা চাকাযুক্ত প্রাচীন যানবিশেষ বা যুদ্ধযানবিশেষ;
২. জগন্নাথদেবের যান বা তদনুকরণে নির্মিত যান (রথযাত্রা)।

[সং. √ রম্ + থ]।

রথচক্র, রথাঙ্গ বি.
১. রথের চাকা;
২. চক্রবাক পাখি, চখা।

রথ টানা ক্রি. বি. রথযাত্রা উপলক্ষ্যে ভক্তবৃন্দের দ্বারা জগন্নাথদেবের রথ দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া।

রথ দেখা ও কলা বেচা (আল.) একই সঙ্গে আনন্দ উপভোগ ও উপার্জন করা।

রথযাত্রা বি. আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার অনুষ্ঠিত জগন্নাথদেবের রথভ্রমণের উত্সব।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post