রঙ
রং, রঙ [ ra. ṃraṅa ] বি.
১. বর্ণ (লাল রং, মেঘের কালো রং);
২. রঞ্জনদ্রব্য (কাপড়টাকে লাল রঙে ছোপানো হল);
৩. গায়ের বর্ণ (ফরসা রং);
৪. তাসের চিহ্নভেদ;
৫. আতিশয্য (রং চড়ানো)।
[সং. রঙ্গ]।
রংকানা, রঙকানা বিণ. রং চেনে না এমন, বর্ণান্ধ।
রংচঙে, রঙচঙে বিণ. নানান রংযুক্ত, বিচিত্র রঙের।
রংচটা, রঙচটা বিণ. রং উঠে গেছে এমন (একটা রং চটা চাদর)।
রং চড়ানো ক্রি. বি.
১. ছবি ইত্যাদিতে রং লাগানো বা রঙের প্রলেপ দেওয়া;
২. বাড়িয়ে বলা, অতিশয়োক্তি করা।
রংতামাশা, রঙতামাশা বি. কৌতুক বা হাসিঠাট্টা।
রংদার, রঙদার বিণ. রঙিন বিচিত্র রঙের সমাবেশ আছে এমন।
রংবেরং, রঙবেরং বিণ. নানা রঙের।
রংমশাল, রঙমশাল বি. আগুনের রঙিন ফুলকিযুক্ত আতশবাজিবিশেষ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...