মাতা

মাতা1 [ mātā ] বি.
1 মা, জননী;
2 গর্ভধারিণী ধাত্রী গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্মী পৃথিবী ও গাভি-শাস্ত্রোক্ত এই সপ্তমাতা;
3 মাতৃস্হানীয়া বা কন্যাস্হানীয়া নারী (শ্বশ্রূমাতা, বধূমাতা)।

[সং. √ মা + তৃ]।

মাতাপিতা (-তৃ) বি. জনক জননী, বাপ-মা।

মাতাপিতৃহীন বিণ. বাবা-মা যার নেই।

মাতামহ বি. মায়ের বাবা।

মাতামহী বি. (স্ত্রী.) মায়ের মা।

মাতা2 [ mātā2 ] ক্রি.
1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে);
2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উত্সাহে ভরপুর হওয়া, উত্সাহভরে কাজে নিবিষ্ট হওয়া (‘ওরে ওরে আমার মন মেতেছে’: রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে);
3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

[বাং. মাতা < সং. √ মদ্]।

মাতানো ক্রি. বি.
1 মত্ত করা;
2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা);
3 গাঁজানো।

☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উত্সাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)।

মাতামাতি বি.
1 ক্রমাগত মাতালের মতো আচরণ;
2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...