মহত
মহত্, মহত, মহৎ [ mahat ] বিণ.
1 বড়ো, বৃহত্ (মহত্ অরণ্য, মহত্ ব্যাপার);
2 শ্রেষ্ঠ উন্নত উদার (মহত্ কার্য মহদাশয়)
3 প্রবল (মহত্ ভয়, মহত্ দোষ);
4 গুরু, গুরুতর (মহত্ ভার)।
☐ বি. উন্নতচরিত্র বা উদারহৃদয় ব্যক্তি (‘আমি চাই মহতের মহত্ পরাণ’: মা. ব.)।
[সং. √ মহ (পূজা) + অত্]।
স্ত্রী. মহতী (মহতী সভা, মহতী বাণী)।
মহতপ্রাণ বিণ উদারহৃদয়।
মহত্তম বিণ সর্বাপেক্ষা মহত্ (মহত্তম আদর্শ)।
মহত্তর বিণ. (দুইয়ের মধ্যে) অধিকতর মহত্।
মহত্ত্ব বি. মহত্ ভাব, মহতের ভাব।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে
থেকে:
Loading books...