মর্দ

মরদ, মর্দ [ marada, marda ] বি.
1 পুরুষ;
2 পুরুষোচিত গুণে ভূষিত ব্যক্তি, সাহসী বা বীর পুরুষ (মরদের মতো কাজ করো);
3 জোয়ান লোক, যুবক (জোয়ানমর্দ);
4 স্বামী (মেয়ে মরদে খাটে)।

☐ বিণ. 1 সাহসী, বীর (মরদ মানুষের কাজ); 2 পুংজাতীয় (মরদ সন্তান)।

[ফা. মর্দ্]।

মরদ-বাচ্চা, মরদের বাচ্চা বি. 1 বীর পুরুষের উপযুক্ত পুত্র; 2 সাহসী পুরুষ।

মরদা বিণ. পুংজাতীয় (মরদা হরিণ)।

মরদানা বি. পুরুষলোক।

☐ বিণ. 1 পুরুষজাতীয়; 2 পুরুষোচিত, পুরুষের।

মরদানি বি. 1 পুরুষত্ব; 2 বীরত্ব; 3 (মেয়েদের ক্ষেত্রে) পুরুষালি ভাব।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...