বানানো

বানানো [ bānānō ] ক্রি. বি.
1 গঠন বা প্রস্তুত করা (বাড়িঘর বানানো, পুতুল বানানো);
2 কল্পনা করা, রচনা করা (গল্প বানানো);
3 প্রতিপন্ন করা, রূপান্তরিত করা, পরিণত করা (বোকা বানানো, ভেড়া বানানো);
4 রান্নার উপযুক্ত করে কোটা (সবজি বানানো, মাংস বানানো);
5 রান্না করা (কোর্মা বানানো)।

☐ বিণ. উক্ত সব অর্থে (বাপের পয়সায় বানানো ঘর, বানানো গল্প, নিজের হাতে বানানো কোর্মা)।

[বানা দ্র]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...