বাতিক

বাতিক [ bātika ] বি.
1 বায়ু রোগ;
2 বাত বা বায়ু থেকে আগত;
3 (বাং.) বাই, পাগলামি (বাতিকগ্রস্ত);
4 (বাং.) খ্যাপাটে ভাব, ছিট;
5 প্রবল শখ (বেড়ানোর বাতিক)।

☐ বিণ. বাত বা বায়ু থেকে উত্পন্ন; বায়ুজনিত।

[সং. বাত + ইক]।

বাতিকগ্রস্ত বিণ. বাতিকযুক্ত; খ্যাপাটে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...