ফকির

ফকির [ phakira ] বি.
১. মুসলমান সাধু;
২. (সচ. মুসলমান) ভিক্ষুক;
৩. (আল.) ভিখারি, অতি দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি (পথের ফকির, কাল রাজা আজ ফকির)।

[আ. ফকীর]।

ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব।

☐ বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)।

ফকিরা মালা, ফকরে মালা বি. ফকিরের জপমালা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...