নিভা

নিবা, নেবা, নিভা, নেভা [ nibā, nēbā, nibhā, nēbhā ] ক্রি.
1 নির্বাপিত হওয়া (প্রদীপ নিবল, আগুন নিভেছে, ‘ঘেরিল যামিনী, নিভিল আলো’: রবীন্দ্র);
2 (আল.) অবসানপ্রাপ্ত হওয়া, ফুরিয়ে যাওয়া (উত্সাহ নিবে গেছে)।

☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [পা. √ নিব্বা < সং. নির্-বা]।

নিবানো, নেবানো, নিভানো, নেভানো ক্রি. নির্বাপিত করা, নিবিয়ে দেওয়া।

☐ বি. উক্ত অর্থে (নেভানো হয়ে গেছে?)।

☐ বিণ. উক্ত অর্থে (নেভানো আগুন)।

নিবনিব, নিবুনিবু বিণ. প্রায় নিভে এসেছে এমন, নির্বাপিতপ্রায়।

☐ বি. নিববার উপক্রম (প্রদীপ নিবুনিবু করছে)।

নিবন্ত বিণ. প্রায় নিভে যাচ্ছে এমন (নিবন্ত প্রদীপের স্বল্প আলোকে)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...