নিকুঞ্জ
নিকুঞ্জ [ nikuñja ] বি. উদ্যানে বা বনে লতাপাতায় ঢাকা বা ছাওয়া গৃহ বা গৃহাকার স্হান, লতাগৃহ (‘দেখা দাও দেহ মন ভরে মম নিকুঞ্জবনে’: রবীন্দ্র)।
[সং. নি + √ গুঞ্জ্(গ=ক) + অ]
নিকুঞ্জকানন, নিকুঞ্জবন বি. লতায় ছাওয়া গৃহযুক্ত বন, নিকুঞ্জযুক্ত বন।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে
থেকে:
Loading books...