দলা

দলা1 [ dalā1 ] বি. ডেলা, পিণ্ডের মতো খণ্ড (ভাতের দলা, দলা-পাকানো কাগজ)।

[সং. দল (=খণ্ড) + বাং. আ]।

দলা2 [ dalā2 ] ক্রি.
1 দলন বা মর্দন করা, মাড়ানো (পায়ে দলা);
2 দমন বা পীড়ন করা।

☐ বি. উক্ত সব অর্থে।

☐ বিণ. দলিত (পায়ে-দলা ঘাস)।

[সং. দল্ + বাং. আ]।

দলাই-মলাই বি. অঙ্গমর্দন, সংবাহন, শরীর মাসাজ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...