থেঁতলানো
থেঁতলানো [ thēn̐talānō ] ক্রি.
১. পিষ্ট করা, ছেঁচা বা ছেঁচে দেওয়া (পা থেঁতলে গেছে);
২. শিলনোড়া বা হামানদিস্তায় ছেঁচা, পেষা, মর্দন করা (মশলা থেঁতলানো)।
☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
[দেশি]।
থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা।
থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...