তড়বড়
তড়বড় [ taḍ-baḍ ] বি. অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়োর ভাব (অত তড়বড় করে কথা বলছ কেন, সব কাজে বড্ড তড়বড় করে)।
[দেশি]।
তড়বড়া, তড়বড়ানো ক্রি. তড়বড় করা।
☐ বি. উক্ত অর্থে।
তড়বড়ানি বি. তড়বড় করার ভাব (সব ব্যাপারে এত তড়বড়ানি ভালো নয়)।
তড়বড়ে বিণ. তড়বড় করে এমন।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...