তাম্বূল
তাম্বূল [ tāmbūla ] বি. পান, লতাবিশেষের পাতা যা সুপারি চুন প্রভৃতি সহযোগে খাওয়া হয়। [সং. √ তম্ + ঊল (ঊলচ্)]।
তাম্বূলকরঙ্ক বি. সাজসরঞ্জামসহ পানের পাত্র, পানের বাটা বা ডিবে।
তাম্বূলরাগ বি. পান খেলে ঠোঁটে যে লাল রং লাগে।
তাম্বূলিক, তাম্বূলী বি. পানব্যবসায়ী, তামলি জাতি।
☐ বিণ.
1 পান-ব্যবসায়ে নিযুক্ত;
2 তামলিজাতীয়।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...