ঠোকা

ঠুকা, ঠোকা [ ṭhukā, ṭhōkā ] বি. ক্রি.
১. সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা);
২. কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে);
৩. আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা);
৪. ধমক দেওয়া;
৫. বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?);
৬. রুজু করা (মামলা ঠোকা)।

☐ বিণ. উক্ত সব অর্থে।

[বাং. ঠুক < ঠক]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...