ঠেস

ঠেস [ ṭhēsa ] বি.
১. হেলান (দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো);
২. যাতে হেলান দেওয়া যায় (পিঠে বালিশের ঠেস দেওয়া);
৩. ঠেকনা;
৪. আটকাবার কৌশল (দরজার হাওয়া-ঠেস);
৫. খোঁটা, কটাক্ষ, বক্রোক্তি (ঠেস দিয়ে কথা বলা)।

[হি. ঠেস]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...