ঠাঁই

ঠাঁই [ ṭhāmi ] বি. হঠাত্ জোরে আঘাত বা চড়; ঠাস (ঠাঁই করে এক চড়)।

[ধ্বন্যা.]।

ঠাঁই [ ṭhāmi ] বি.
১. স্হান (সে গেল কোন ঠাঁই?);
২. আহারে বসার স্হান (ঠাঁই করা হয়েছে, খাবে এসো);
৩. খালি জায়গা (‘ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী’: রবীন্দ্র);
৪. থই, তলদেশ (নদীতে ঠাঁই পাওয়া যায় না)।
☐ অনু. নিকট, কাছে (‘চলেছে গৌরের ঠাঁই’)।

[সং. স্হান > হি. ঠাঁও-তু. সাঁও ঠাঁই]।

ঠাঁই ঠাঁই বিণ. পৃথক (ভাই ভাই ঠাঁই ঠাঁই)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...