টোল

টোল [ ṭōla ] বি.
১. চতুষ্পাঠী, সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা।
২. অস্থায়ী কুটির; কুঁড়েঘর
৩. পাড়া; গ্রামের একটা অংশ (বেদের টোল)।

[হি. টোল]।

টোল [ ṭōla ] বি. শুল্ক, পথশুল্ক, কুত; রাজকর; মাশুল।

[ইং. toll]।

টোল [ ṭōla ] বি. ১. ছোট গর্ত; ২. তোবড়ানো ভাব (হাঁড়ির টোল)।

[দেশি-তু. তা. তুল্লই]।

টোল [ ṭōla ] বি. তিরস্কার; গঞ্জনা; কর্কশ বা কটু কথা।

[তুল. হি. টর]

টোল খাওয়া ক্রি.
১. তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে);
২. গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)।

☐ বি. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...