জ্ঞান

জ্ঞান [ jñāna ] বি.
১. বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী);
২. সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি);
৩. ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা);
৪. অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান);
৫. বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান);
৬. তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)।

[সং. √ জ্ঞা + অন]।

জ্ঞানকাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু।

জ্ঞানকৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ)

জ্ঞানকোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia.

জ্ঞানগম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য।

জ্ঞানগম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি।

জ্ঞানগরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা।

জ্ঞানগর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ।

জ্ঞানচক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি।

জ্ঞানত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে।

জ্ঞানতৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ।

জ্ঞানদ বিণ. জ্ঞানদায়ক।

জ্ঞানদা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী।

জ্ঞানপবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি।

জ্ঞানপাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন।

জ্ঞানপিপাসা জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ।

জ্ঞানবাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত।

জ্ঞানবান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী।

স্ত্রী. জ্ঞানবতী।

জ্ঞানবৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ।

জ্ঞানময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ।
☐ বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য।

জ্ঞানযোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র।

জ্ঞানলিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা।

জ্ঞানশক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়।

জ্ঞানশূন্য, জ্ঞানহীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ।

জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...