উদ্বেল

উদ্বেল [ udbēla ] বিণ.
১. উচ্ছলিত (উদ্বেল অশ্রু, উদ্বেল আবেগ);
২. উথলিত;
৩. বেলাভূমি বা তীর অতিক্রম করেছে এমন (উদ্বেল ঢেউ)।

[সং. উত্ + বেলা]।

উদ্বেলিত–বিণ. উদ্বেল হয়েছে এমন, ব্যাকুলিত; ব্যাকুলীকৃত (উদ্বেলিত হৃদয়)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...