উদাসী
উদাসী [ udāsī ] (-সিন্) বিণ.
১. আসক্তিহীন; নির্লিপ্ত;
২. এলোমেলো (‘এই উদাসী হাওয়ার পথে পথে’: রবীন্দ্র);
৩. বিষণ্ণ, উন্মনা।
বি. সন্ন্যাসী; সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ।
[সং. উদাস + ইন্]।
স্ত্রী. উদাসিনী (‘উদাসিনীবেশে বিদেশিনী কে সে’: রবীন্দ্র)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...