আয়ত্ত

আয়ত্ত [ āỷatta ] বিণ.
১. অধীন, অধিকৃত;
২. অধিগত (‘সমস্ত ঘটনাই মানববুদ্ধির আয়ত্ত নহে’: শরত্);
৩. কবলিত (দৈবায়ত্ত, করায়ত্ত)।

বি. অধিকার (আয়ত্তের বাইরে, আয়ত্তে আনা)।

[সং. আ + যত + ত]।

বি. আয়ত্তি, আয়ত্ততা

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...