আর্য
আর্য [ ārya ] বি.
১. প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে যে (আর্যভাষী) জাতি এসেছিল;
২. আর্যাবর্তের সম্মানীয় ব্যক্তি;
৩. গুরুজন।
বিণ.
১. মান্য, পূজা;
২. শ্রেষ্ঠ;
৩. সত্কুলজাত;
৪. সুসভ্য। [সং. √ঋ + য]।
আর্যতা–বি. আর্যের ভাব; সদাচার।
আর্যপুত্র–বি. (সংস্কৃতে সম্বোধনে) স্বামী।
আর্যসমাজ–বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়।
আর্যা–বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ।
বি. ১. শাশুড়ি; ২. মাননীয়া নারী; ৩. সংস্কৃত ছন্দোবিশেষ; ৪. (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)।
আর্যাবর্ত–বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড।
[সং. আর্য + আবর্ত]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...