আবরণ
আবরণ [ ābaraņa ] বি.
১. আচ্ছাদন, আবৃতকরণ (গাত্রাবরণ);
২. আচ্ছাদনী, ঢাকনি (মাথার উপর কোনো আবরণ ছিল না)।
[সং. আ + √ বৃ + অন]।
আবরণী–বি. ঢাকনি।
আবরিত–বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত (‘বর্ম-আবরিত দ্বারীর চোখে’)
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...