আজ্ঞা
আজ্ঞা [ ājñā ] বি. আদেশ, অনুজ্ঞা, অনুমতি।
অব্য. মান্য ব্যক্তির কথায় বা ডাকে সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞা যাই, আজ্ঞা তাই হবে)।
[সং. আ + √ জ্ঞা + অ + আ]।
আজ্ঞাকারী (-রিন্)–বিণ. আদেশদাতা।
স্ত্রী. আজ্ঞাকারিণী।
আজ্ঞাধীন, আজ্ঞানুবর্তী (-র্তিন্), আজ্ঞাবহ–বিণ. আদেশ পালন করে এমন, বাধ্য।
আজ্ঞাপক–বি. বিণ. আদেশদাতা।
আজ্ঞাপত্র, আজ্ঞালিপি–বি. হুকুমনামা, আদেশপত্র, যে কাগজে হুকুম লেখা হয়।
আজ্ঞাপন–বি. হুকুমদান।
আজ্ঞাপিত–বিণ. আদেশ দেওয়া হয়েছে এমন, আদিষ্ট।
আজ্ঞাবহ–বিণ. আজ্ঞা পালন বা বহন করে এমন।
আজ্ঞে–অব্য মান্য ব্যক্তির বা গুরুজনের ডাকে বা কথায় সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞে ঠিক আছে, আজ্ঞে যাই)।
যে আজ্ঞা, যে আজ্ঞে–অব্য ঠিক আছে, তাই হবে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...