অভয়
অভয় [ abhaỷa ] বি.
১. ভয়হীনতা, নির্ভীকতা; সাহস;
২. আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম);
৩. (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)।
বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক (‘দাও গো অভয় মণ্ত্র’ : রবীন্দ্র)।
[সং. ন + ভয়]।
অভয়া–বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা।
অভয়অরণ্য, অভয়ারণ্য–বি. যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ।
অভয়দান–বি. সাহস দেওয়া, ‘ভয় নেই’ এই আশ্বাস দেওয়া।
অভয়বচন, অভয়বাক্য–বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়।
অভয়বাণী–অভয়বচন ও অভয়বাক্য-র অনুরূপ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে
থেকে:
Loading books...