অভিমান

অভিমান [ abhi-māna ] বি.
১. অহংকার, গর্ব, দেমাক (আভিজাত্যের অভিমান);
২. প্রিয়জনের উপেক্ষা কিংবা অনাদরের জন্য ক্ষোভ বা মনোবেদনা; উপেক্ষা বা অনাদরের জন্য  সাময়িক দুঃখ (‘সব রাগ অভিমান হঠাত্ ভুলিয়া গেলাম’: শরত্)।

[সং. অভি + মান]।

অভিমানী (-নিন্)–বিণ. বি. অভিমানকারী; গর্বিত; অতিরিক্ত আত্মমর্যাদাসম্পন্ন।

স্ত্রী. অভিমানিনী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...