অভক্তি

অভক্তি [ abhakti ] বি.
১. ভক্তির অভাব, ভক্তিহীনতা; অশ্রদ্ধা;
২. ঘৃণা (অভক্তি নিয়ে খাওয়া)।

[সং. ন + ভক্তি]।

অভক্ত–বিণ.
১. ভক্ত বা অনুরাগী নয় এমন;
২. ভক্তিহীন, শ্রদ্ধাহীন;
৩. বিভক্ত নয় এমন;
৪. খাওয়া হয়নি এমন, অভুক্ত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...